• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

তাপমাত্রা নিয়ে সাতসকালে আবহাওয়া অফিসের সুখবর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তাপমাত্রা নিয়ে সাতসকালে সুখবর জানিয়েছে আবহাওয়া অফিস। জেলায় একদিনের ব্যবধানে তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে, একই সঙ্গে কমেছে কুয়াশাও। 

তবে এরপরও হাঁড়কাঁপানো শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায়, এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জাইগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর চলমান শীত মৌসুমের বর্তমান শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা কিছুটা বাড়বে। 

এর আগে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশাও নেই। তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, এরই মধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। আজ সকাল ৬টার দিকে তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –