• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাহে রমজান উপলক্ষ্যে বিনামূল্যে কোরআন শিক্ষা আসরের উদ্বোধন

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পহেলা রমজানে বিনামূল্যে কোরআন শিক্ষা আসরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হলরুমে কোরআন আসরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমির উদ্দিন দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. জামিয়ার রহমানের সভাপতিত্বে কোরআন আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো. আক্তার হোসেন নিউটন, পৌর কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া, শফিকুল আলম লেবু, মো. ডালিম ইসলাম, মো. আলতাফ হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

এছাড়া, পৌরসভার বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, কোরআন শিক্ষা আসরের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কোরআন শিক্ষা আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মহৎ এই উদ্যোগ গ্ৰহণের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান। আগামীতে বিনামূল্যে কোরআন শিক্ষার আসর আরও সম্প্রসারণ করা হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু।

উল্লেখ্য, কোরআন শিক্ষা আসরের উদ্বোধনী অনুষ্ঠানে একশ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে আমপারা বিতরণ করা হয়। এছাড়া, মাসব্যাপী কোরআন শিক্ষার শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন উপহার হিসেবে দেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –