• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে: শেখ সেলিম

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিরা একত্রিত হচ্ছে। তারা ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে একযোগে এ অপশক্তিকে মোকাবেলা করতে হবে।

শনিবার গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্কের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার পাকিস্তান বানিয়ে ফেলবে। তাই এসব অপশক্তিকে চিরতরে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমাদের ছাত্র-ছাত্রীরা উদ্ভাবনী শক্তি দিয়ে সৃজনশীল মেধাবী স্মার্ট যোদ্ধা হিসেবে নিজেদের তৈরি করবে। তারাই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –