• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আনসার ও ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বশান্তি রক্ষায় সেবা ও ত্যাগে শীর্ষে বাংলাদেশ জুলাইয়ে পরীক্ষামূলক শুরু হচ্ছে সর্বজনীন পেনশন বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের তিনবার তুরস্কের প্রেসিডেন্ট হওয়ায় এরদোয়ানকে রাষ্ট্রপতির অভিনন্দন

বিএনপি-জামায়াত দেশে দুঃশাসন কায়েম করতে চায়: নাছিম

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে হত্যা করা। এর মধ্য দিয়ে তারা আবারো দেশে ৭৫ পরবর্তী দুঃশাসন কায়েম করতে চায়, দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। এজন্য বিএনপি সম্প্রতি প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকি দিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া হবে না। বঙ্গবন্ধুকন্যার ওপর বিন্দুমাত্র আঘাত এলে দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।
বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা দেশে কোনো ধরনের সংঘাত চাই না, তবে কেউ সংঘাত কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে উপযুক্ত জবাব দেওয়া হবে। খুনির দলকে দেশ ও মানুষের কোনো ক্ষতি করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সম্মানিত। বিশ্বের বড় বড় দেশের নেতারা আমাদের সম্মান করে। কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। সরকারের উন্নয়নের কারণেই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি।  বাংলাদেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পেতে যাচ্ছে, ঠিক তখন একটি গোষ্ঠী দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা করছে। এরা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। এই অপশক্তিই বাংলা ভাইদের মতো জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছিল, লুণ্ঠনের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছিল।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবদিকে ব্যর্থ হয়ে পুরনো খুনের রাজনীতিতে ফিরে এসেছে। তারা শেখ হাসিনাকে মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশে নতুন করে ধূম্রজাল বিস্তার করছে। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাকে নষ্টের চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –