• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না: মাহবুব উল আলম হানিফ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, হরতাল অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না। জনগণ থেকে বিএনপি আরো দুরে ছিটকে যাবে।

শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগণের কাছে আরো ধিক্কৃত হয়ে যাবে।

বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশ গ্রহণটাই হচ্ছে মুখ্য।

তিনি বলেন,  এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফুর্ততা আছে। আমরা আশা করি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফুর্ত ভোট প্রদান করবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –