• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নিষেধাজ্ঞা এলে বিএন‌পির ওপর আস‌বে: ওবায়দুল কা‌দের

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, আমরা নিষেধাজ্ঞা নিয়ে ভাব‌ছি না। আমরা নির্বাচন নি‌য়ে ভাব‌ছি। আর নিষেধাজ্ঞা এলে বিএন‌পির ওপর আস‌বে।

শুক্রবার ধানম‌ন্ডিতে  আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষ‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

ওবায়দুল কা‌দের বলেন, বিএনপি নির্বাচন বানচাল কর‌তে, প্রতি‌হত কর‌তে জ্বালাও পোড়াও কর‌ছে, গা‌ড়ি ভাঙচুর কর‌ছে, আগুন দি‌য়ে গা‌ড়ি পোড়‌াচ্ছে। এসব কর্মকাণ্ডতো সুষ্ঠ ও গ্রহণযোগ‌্য নির্বাচ‌নে বাধা বিপত্তি। সুতরাং নিষেধাজ্ঞা এলে বিএন‌পি ও তা‌দের দোসর‌দের ওপর আস‌বে। তারাই নিষেধাজ্ঞা পাওয়ার একমাত্র যোগ‌্য।

সেতুমন্ত্রী বলেন, সারা‌দেশে নিবাচনী আমেজ বইছে। জনগণ এখন নির্বাচন মুখী। তারা‌ ভোট দি‌তে প্রস্তুত। ফ‌লে যারা (বিএন‌পি) নির্বাচনে বাধা বিপত্তি কর‌বে তা‌দের‌কে নির্বাচনমু‌খী স্বতঃস্ফূর্ত ভোটররাই প্রতিহত কর‌বে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –