আটোয়ারীতে মালিকের বাড়িঘর নিজের করে নিল তত্ত্বাবধায়ক!
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯
নিজের শত বিঘা জমি ও ঘরবাড়ি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন মালিক তার তত্ত্বাবধায়ককে। কিন্তু মালিক মারা গেলে সেই তত্ত্বাবধায়কই মালিকের বাড়িঘর ও জমিজমা দখল নিয়েছেন। মালিকের সম্পদ দখল করে সাধারণ একজন তত্ত্বাবধায়ক থেকে এখন তিনি কোটিপতি বনে গেছেন। প্রভাবের সাথে মালিকের ভিটেতেই শক্ত শেকর গড়ে তুলেছেন এই চৌকশ তত্ত্বাবধায়ক। এমনকি মালিকের সন্তানরা জমিজমা বুঝে নিতে বাবার পৈত্রিক ভিটেতে গেলেই তিনি তার লোকজন নিয়ে হামলা করে বসেন। এই তত্ত্বাবধায়কের নাম জসিম উদ্দিন আর মালিকের নাম আমিরুজ্জামান। ঘটনাটি ঘটেছে দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকায়। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস হয়েছে, থানায় সমঝোতা হয়েছে। কিন্তু কোনটিই মানেনি ওই তত্ত্বাবধায়ক। এ ঘটনায় বৃহস্পতিবার আটোয়ারী থানায় জসিম উদ্দিন ও তার সন্তানসহ সহযোগিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার সম্ভান্ত পরিবার বড়বাড়ির কাঈম উদ্দিনের ছেলে আমিরুজ্জামান। আমিরুজ্জামানাদের ৩ মেয়ে। বড় মেয়ে রওনক জাহান, মেজ মেয়ে জাফরীন জাকিয়া খাতুন ও ছোট মেয়ে শাহিদা জাহান। আমিরুজ্জামান তার সম্পদ দেখাশুনার জন্য প্রায় ১০ বছর আগে কিসমত রয়েসা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিনকে তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করে। তাকে রসেয়ার নিজ একতলা ফ্লাট বাড়িটিও পরিবার নিয়ে থাকতে দিয়ে তিনি পঞ্চগড় জেলা শহরের বাড়িতে থাকতেন। এর আগে জসিম দীর্ঘদিন ধরে আমিরুজ্জামান ও তার বড় ভাই বদিউজ্জমানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের মার্চে আমিরুজ্জামান মারা যান। ওই বছরের আমিরুজ্জামানের স্ত্রী উম্মে তাহেরা খাতুন ও বড় মেয়ে রওনক জাহান মারা যান। শুরুতে জমি জমার হিসেব নিকেশ ঠিকভাবে দিলেও আমিরুজ্জামান ও স্ত্রী মারা যাওয়ার পর টালবাহানা শুরু করে জসিম। আমিরুজ্জামানের দুই মেয়ে হিসেব নিকেশ চাইলে তাদের উল্টো হুমকি দেয়া হয়। ক্রমেই ওই বাড়িসহ আমিরুজ্জামানের সকল সম্পদ দখল করে বসে জসিম উদ্দিন। দখল পাকাপোক্ত করতে স্থানীয় প্রভাবশালীদেরও ম্যানেজ করে নেয়।
ভুক্তভোগীরা জানান, জমিজমা বুঝে নিতে নিজের বাবার পৈত্রিক ভিটায় যাওয়া মাত্রই ওই জসিম উদ্দিন ও তার সহযোগিদের হামলার শিকার হতে হয়। এ নিয়ে আগেও অনেক বিচার শালিস হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। জসিম তার দখলদারিত্বে শেকর আরও পাকাপোক্ত করেছে। গত বুধবার সকালে আমিরুজ্জামানের মেজ মেয়ে জাফরীন জাকিয়া তার স্বামী ও আমিন নিয়ে জমি বুঝে নিতে ওই এলাকায় গেলে রাস্তাতেই তাদের আটক করে জসিম উদ্দিন ও তার ছেলেরা। পরে তর্কের এক পর্যায়ে লাঠি শোঠা দিয়ে তাদের মারধর শুরু করে। মোবাইল ও ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা জাফরীন জাকিয়া, তার স্বামী কামরুজ্জামান, তাদের প্রাক্তন আধিয়ার আব্দুল গফ্ফার ও তার স্ত্রী পারভীন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে অবস্থা বেগতিক দেখে জসিমরাও ৪ জন ওই হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এ বিষয়ে বৃহস্পতিবার আটোয়ারী থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী জাফরীন জাকিয়া খাতুন।
জাফরীন জাকিয়া খাতুন বলেন, আমার বাবার পৈত্রিক ভিটায় আমি যেতে পারছি না। আমাদের বাড়ি ও জমিজমা সব কেয়ারটেকার জসিম উদ্দিন দখল করে ফেলেছে। আমাদের কোন জমিই বুঝে দিচ্ছে না। জমিতে গেলেই তারা হামলা করে। এর আগে থানায় বসে তারা আমাদের সব জমি বুঝিয়ে দিবে বলে স্বীকার করলেও তা আজও করেনি। সে বার বার প্রশাসনকে অবমূল্যায়ন করছে। আমার বাবার ৩২ একর জমি রেখে গেছেন। তার মধ্যে আমাদের ভাই না থাকায় ১২ একর চাচা ও ফুফুরা পাবেন। বাকি ২০ একর আমরা বোনরা পাবো। কিন্তু জসিম আমাদের অংশের সব জমিই দখল করে রেখেছে। জমি থাকতেও আমরা জমিতে যেতে পারছি না। এমনকি নিজের পৈত্রিক বাড়িতেও যেতে পারছিনা। গেলেই লোকজন নিয়ে মারধর করছে। এতিম বলে আমাদের সাথে তারা আজ এমন করতে পারছে। যাকে আমার বাবা আশ্রয় দিলো, চাকরি দিলো আজ সেই আমাদের সব দখল করে নিচ্ছে। আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। সেই প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, আমিরুজ্জামান আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছেন। বাড়িটি খাস জমিতে রয়েছে। এছাড়া আমি তাদের সম্পদ দখল করেছি এটা মিথ্যে। আমিরুজ্জামানের স্ত্রী ও ছেলে না থাকায় ভাই ও বোনদের অংশের ৩ একর ৬৬ শতক জমি কিনে নিয়েছি মাত্র। সেটুকুই আমার দখলে আছে।
আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন বলেন, তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর আগে থানায় সমঝোতা করে দেয়া হলেও তারা মানছে না। আমি ৩টি অভিযোগ পেয়েছি। দুটি অভিযোগ জসিমের বিরুদ্ধে এবং ১টি অভিযোগ জাফরীন জাকিয়াদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –- চায়ের দোকানে জনসমাগম বন্ধে ‘ওয়ার্ড কমিটি’ গঠনের নির্দেশনা
- সড়কে আন্ডারপাস, ওভারপাস ও ইউলুপ নির্মাণ করতে হবে: প্রধানমন্ত্রী
- ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ টন অক্সিজেন
- ‘শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার’
- করোনা পরীক্ষা নিয়ে ভীতি নিরসনে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিএনপিতে নেতৃত্বের দ্বন্দ্ব বহু পুরনো
- ‘বাণিজ্যিক উৎপাদনের জন্য ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠা হবে’
- করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রমে নিষ্ক্রিয় বিএনপি
- পাবর্তীপুরের বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ
- যেসব নারীদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি
- করোনা মোকাবেলায় দেশব্যাপী কঠোর লকডাউনের সপ্তম দিন চলছে
- রংপুর সওজ’র নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৫
- গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- কাহারোলে পাটের ভালো ফলন ও দামে কৃষকের মুখে হাসি
- চলতি ২০২১-২২ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
- ভূরুঙ্গামারীতে পাঁচ শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিক আটক
- বোলিং র্যাংকিংয়ে সাকিবের উন্নতি, মুস্তাফিজের অবনতি
- বেঈমান বিএনপি; মনে রাখেনি মান্নান ভূঁইয়াকে
- চলমান লকডাইন শেষে গণপরিবহন চালু হলে চলবে ট্রেন
- তবে কী সত্যি মা হয়েছেন সোনম কাপুর?
- প্রিয়নবীর দৃষ্টিতে ১০জন সেরা মানুষ
- পীরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
- আফগানিস্তানে যুক্তরাষ্ট্র একেবারেই ভজঘট পাকিয়ে ফেলেছে: ইমরান খান
- শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে: ড. হাছান মাহমুদ
- বুয়েটের তৈরি ‘অক্সিজেট’ ঔষধ প্রশাসনের অনুমোদন পেল
- সাবেক মুখ্য সচিব আব্দুস সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- উলিপুরে বিয়ের পরদিন প্রেমিকের হাত ধরে নববধূর পলায়ন
- চিলমারীতে আউশ ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- বীরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে বিপাকে সার ব্যবসায়ীরা
- ভ্যাকসিন প্রদানকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার-ওবায়দুল কাদের
- ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে আলোচনা
- ঢাকায় এলো সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
- করোনাভাইরাস: ঈদের জামাতে মানতে হবে ১২ নির্দেশনা
- কঠোর লকডাউন: নীলফামারীতে বিধিনিষেধ অমান্য করায় ৫৪ মামলা
- পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
- শহর ছেড়ে গ্রামে সংগঠিত হচ্ছে জামায়াত-শিবির
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- নিজের মহাকাশযানে সফল ভ্রমণ, পৃথিবীতে ফিরলেন ব্র্যানসন
- বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে আজ
- এবার পবিত্র ঈদুল আজহার মোট ছুটি ৫ দিন
- বিরল সম্মান পেল `রেহানা মরিয়ম নূর`
- লালমনিরহাটে করোনায় আরো ৪ জনের মৃত্যু
- আশ্রয়ণ প্রকল্প: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল
- প্রধানমন্ত্রীর উপহারের এক টন আম যাচ্ছে নেপালে
- একনেকে আড়াই হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- এবার ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় সরকার
- দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু
- ‘টিকার বড় চালান আসছে, এবার গ্রামের মানুষকে অগ্রাধিকার’
- পশুর ‘ডিজিটাল হাটে’ ক্রেতা-বিক্রেতাদের জন্য সরকারি নির্দেশনা
- গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

