বিরল সম্মান পেল `রেহানা মরিয়ম নূর`
প্রকাশিত: ৮ জুলাই ২০২১
প্রায় আট হাজার কিলোমিটার দূরে ফ্রান্সের কানে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। সেই কান চলচ্চিত্র উৎসবের মূল আসরে প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। প্রদর্শনী শেষ হতেই হলভর্তি আপ্লুত দর্শক-চলচ্চিত্রবোদ্ধা দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে সম্মান জানান সিনেমাটির কলাকুশলীদের। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের বিশ্বমঞ্চে বিরল সম্মান পেল বাংলাদেশ।
গতকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের আঁ সার্তে রিগা বিভাগের প্রথম প্রদর্শনীতে দেখানো হয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি দেখতে আগে থেকেই বেশ লম্বা লাইন ছিল ডেবুসি হলের সামনে। এক হাজার ৬৮ জন দর্শক পিনপতন নীরবতায় সিনেমাটি উপভোগ করেন।
এই প্রদর্শনীতে সিনেমাটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ছাড়াও অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবিটির সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু উপস্থিত ছিলেন।
দর্শক প্রতিক্রিয়ায় অভিভূত রেহানা মরিয়ম নূর চরিত্র রূপদানকারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন এ সময় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাঁধন বলেন, ‘এখানে আসার মতো এত বড় স্বপ্ন দেখার সাহসও আমার ছিল না। যে সম্মান পেলাম তার পুরো কৃতিত্ব টিমের ও পরিচালকের। আমি শুধু তাঁকে বিশ্বাস করেছি আর তাঁর কথামতো পরিশ্রমটা করেছি। আজ যে রেসপন্স পেয়েছি, আমি জানি না এরপর আমার আর কী পাওয়ার থাকতে পারে।’
দর্শক যখন দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল, সে মুহূর্তের অনুভূতি সম্পর্কে বাঁধন বলেন, ‘এত সম্মান, আমি জানি না...আমি সত্যিই সম্মানিত, অনেক আনন্দিত। এই সম্মানটা শুধু তো আমাদের নয়, আমাদের দেশের সম্মান। সবাই যখন দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছিল, তখন...আসলে তো আমরা আমাদের দেশটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এটা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি।’
এই উৎসবে আর কী প্রত্যাশা করছেন—এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘এত দূর আসতে পেরেছি, সেটাই অনেক। এর পরও যদি কিছু নিয়ে দেশে ফিরতে পারি...এর চেয়ে তো বড় প্রাপ্তি আর থাকে না।’
এই প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। প্রদর্শনীর আগে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এমনিতেই সাদ খুব বলিয়ে-কইয়ে নন, তার ওপর এখানে ভাষা বলতে শুধুই ফ্রেঞ্চ। কোনোমতে ইংরেজিতে বললেন, কানে এসেছেন সেটা এখনো তাঁর বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসীর মতোই তাকাচ্ছিলেন প্রায় পূর্ণ ডেবুসির দিকে।
এই উৎসবে যোগ দেওয়া একাত্তর টিভির প্রতিবেদক পার্থ সঞ্জয় জানিয়েছেন, সিনেমাটির প্রদর্শনী শেষে তিনি দর্শকদের সঙ্গে কথা বলেছেন। দর্শকরা একবাক্যে সিনেমাটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। ইংরেজি সাবটাইটেল দেওয়া ছবিটি বুঝতে তাঁদের কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন। পার্থের ভাষায়, হলভর্তি পুরো অডিয়েন্স যেভাবে বাংলাদেশের সিনেমাটিকে স্বাগত জানিয়েছে, তা অভাবনীয়।
কান চলচ্চিত্র উৎসবকে ‘সিনেমার অলিম্পিক’ হিসেবেও ধরা হয়। দক্ষিণ ফ্রান্সের কান শহরের সাগর উপকূলে পালে দে ফেস্টিভাল ভবনে গত মঙ্গলবার ৭৪তম উৎসবের পর্দা উঠেছে। উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত।
উৎসবের মূল পর্বে দেখানো হবে ৪৪টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে ২৪টি। আঁ সার্তে রিগা বিভাগে ২০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’।
একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে সিনেমাটির গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁকে। শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবন যাপন করেন তিনি। এক সন্ধ্যায় একজন অধ্যাপকের কক্ষ থেকে এক ছাত্রীকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন রেহানা। এ ঘটনার পর ক্রমে একরোখা হয়ে ওঠেন তিনি। ওই ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সময়ে তাঁর ছয় বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে। অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে গিয়ে ভুক্তভোগী ছাত্রী ও নিজের মেয়ের জন্য ন্যায়বিচারের লড়াই করতে থাকেন।
একটি মেডিক্যাল কলেজে পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে। পুরো সিনেমাতেই এক ধরনের অনুজ্জ্বল নীলাভ-সাদা আলো বেছে নেওয়া হয়েছে। ভবনের ভেতরে বা বাইরে কোথাও কখনো উজ্জ্বল আলো দেখা যায়নি। আলো-আঁধারির যে খেলা সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে, তা রেহানার গল্পের সঙ্গেও মানানসই। পোশাক নির্বাচনের ক্ষেত্রেও যত্ন করে আলোর বিষয়টি মাথায় রাখা হয়েছে। কোনো চরিত্রই তেমন উজ্জ্বল কাপড় পরেনি। বরং সমাজে নারীদের ওপর যৌন নির্যাতন এবং এ নিয়ে যে লুকোচুরি এবং হুশ-হাশ চুপ-চুপের অবতারণা করা হয়, সিনেমার লাইটিং তাকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেছে। ভালো একটি দৃশ্যের জন্য ক্যামেরার যে কয়টি নিয়ম মানার কথা বলা হয়ে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত তার কোনোটির ধার ধারেননি সাদ। রেহানা মরিয়ম নূরে ট্রাইপড বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে দৃশ্যকে স্থিতিশীল করার কোনো চেষ্টাই করা হয়নি।
বাংলা ভাষায় নির্মিত এক ঘণ্টা ৪৭ মিনিটের এই ছবিতে ইংরেজি সাবটাইটেল দেওয়া হয়েছে। চলচ্চিত্রটি আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
৩৭ বছর বয়সী আব্দুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরেই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো চলচ্চিত্র অফিশিয়াল সিলেকশনে জায়গা পেল। এর আগে ১৯৯৪ সালে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘উত্তরণ’ নির্বাচিত হয়েছিল। কানের অফিশিয়াল সিলেকশনের চার বিভাগের বাইরে প্যারালাল বিভাগের ডিরেক্টরস ফোর্টনাইটে ২০০২ সালে উৎসবের ৫৫তম আসরে নির্বাচিত হয়েছিল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’। ছবিটি সেবার পুরস্কৃত হয়েছিল।
– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –- করোনা রোগীর চাপ সামলাতে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল
- গণটিকা কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করবেন প্রাথমিকের শিক্ষকরা
- যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শেখ কামাল এর জন্ম দিন পালিত
- নীলফামারীতে ক্রীড়াবিদ ও বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
- নীলফামারীতে করোনায় ১ নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৪
- বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে তিন বোনের মৃত্যু
- দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু
- আগাম শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন গঙ্গাচড়ার কৃষকরা
- পানি সংকটের কারণে দেবীগঞ্জে আমন চাষ ব্যাহত
- চিলাহাটিতে আরও ১৯ ওয়াগন পাথর এলো ভারত থেকে
- টিকা গ্রহণ করতে নগরবাসীর প্রতি রসিক মেয়রের আহ্বান
- কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে দিনাজপুরে- কৃষকের মুখে হাসি
- নীলফামারীতে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
- হাকিমপুরে মাদকসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ
- ‘অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না’
- গাইবান্ধায় বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
- নবাবগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
- রংপুরে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেফতার করেছে পিবিআই
- করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ
- ‘তরুণদের অন্তরে প্রেরণার শিখা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে শেখ কামাল’
- ছাত্রজীবন থেকেই বহু প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল: হানিফ
- ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শেখ কামালের অবদান রয়েছে: প্রধানমন্ত্রী
- ‘সারাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হচ্ছে’
- করোনা: রংপুর বিভাগে আরও ১৮ জনের প্রাণহানি
- হাতীবান্ধায় মেয়ের গলা কাটলেন মা
- গাইবান্ধায় ‘আম বিক্রেতার হামলায়’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
- গাইবান্ধায় জেলা ক্রীড়া সংস্থার পদক পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি
- ভূরুঙ্গামারীতে যন্ত্র দিয়ে আমন ধান রোপণ শুরু
- বাংলাদেশ-ভারত ইন্টারচেঞ্জ পয়েন্টগুলোতে রেলের রেকর্ড আয়
- প্রত্যাশিত পদ না পেয়ে দেশ ছাড়লেন ইশরাক
- ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে আলোচনা
- ভূরুঙ্গামারীতে যন্ত্র দিয়ে আমন ধান রোপণ শুরু
- ঢাকায় এলো সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
- করোনাভাইরাস: ঈদের জামাতে মানতে হবে ১২ নির্দেশনা
- পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
- শহর ছেড়ে গ্রামে সংগঠিত হচ্ছে জামায়াত-শিবির
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- নিজের মহাকাশযানে সফল ভ্রমণ, পৃথিবীতে ফিরলেন ব্র্যানসন
- বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে আজ
- বিরল সম্মান পেল `রেহানা মরিয়ম নূর`
- লালমনিরহাটে করোনায় আরো ৪ জনের মৃত্যু
- আশ্রয়ণ প্রকল্প: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল
- প্রধানমন্ত্রীর উপহারের এক টন আম যাচ্ছে নেপালে
- একনেকে আড়াই হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- এবার ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় সরকার
- ‘টিকা না নিয়ে ঘোরাফেরা করলে শাস্তির খবর সঠিক নয়’
- পরিমিত আহার গ্রহণে ইসলামের নির্দেশনা
- ‘পুঁজিবাজারের উন্নয়নে কমিশন কাজ করছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন’
- গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- যেসব ইবাদত অন্তরের সঙ্গে সম্পৃক্ত


