• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একইসময়ে জেলায় নতুন করে আরও ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৬ শতাংশে।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় মৃতরা হলেন, দিনাজপুর শহরের নতুনপাড়ার স্বরস্বতী ভৌমিক (৫০), মিশন রোডের আনোয়ারা বেগম (৬৩), সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের মাহাতাব উদ্দিন (৭৫) ও বিরলের মাহাতাব উদ্দিন (৭৫)। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৪০৩টি নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় শনাক্তের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –