• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েও খোঁজ মেলেনি সেই মাদরাসাছাত্রের

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টানা ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করেও উদ্ধার হয়নি দুধকুমার নদে নিখোঁজ হওয়া শিশু বায়েজিদ হোসেন। শনিবার অবশেষে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

নয় বছরের শিশু বায়েজিদ উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র। এর আগে  ভূরুঙ্গামারীর দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজ হয় বায়েজিদ। 

জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে বায়েজিদসহ আরো কয়েকজন শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতে সে তলিয়ে যায়। পরে পরিবারের ও এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। পরে তাদের সঙ্গে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দেয়। নদীতে পানি বেশি থাকায় তারা তিনটি দলে ভাগ হয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা উদ্ধার কার্যক্রম চালায়। টানা পাঁচ ঘণ্টা নদের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইমন মিয়া জানান, টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে ওই মাদরাসা ছাত্রের কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –