• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জামাই নিখোঁজ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

 
দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে মো. আবুল কালাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় স্লুইসগেটের পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবুল কালাম। নিখোঁজ আবুল কালাম ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নিখোঁজ আবুল কালাম। গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং স্লুসইসগেট এলাকায় দল বেঁধে মাছ ধরে মানুষ।

আবুল কালাম আনুমানিক রাত ৩টায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকলের ধারণা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় সে। পরে ভোর ৬টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। এ সংবাদ লেখা অবধি দুপুর ৩টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান সম্পর্কে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব ভূঁঞা জানান, দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –