• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

তেঁতুলিয়ায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে  জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৯টার দিকে ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, রোববার তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয়। অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –