• রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

প্রতিবন্ধীদের শিক্ষাজীবন সহজ করতে অনুদান দিচ্ছে সরকার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, দেশের অস্বচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করতে সরকার অনুদান দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনুদান বৃদ্ধি করা হবে। এর মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্মার্ট নাগরিকে পরিণত করার প্রয়াস অব্যাহত থাকবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জীবনে নানা প্রতিবন্ধকতা রয়েছে, সবাইকে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার শতভাগ প্রতিবন্ধীকে ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করছে।

তিনি আরো বলেন, দেশের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় ৫২টি কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের সব বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত ফরমের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করলে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে তাদের অনুদান দেওয়া হবে। পরে মন্ত্রী ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.জিয়া রহমান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –