• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

পাট ধুতে গিয়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর মিলল শ্যামলের লাশ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে ছোট যমুনা নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শ্যামল সরেন নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মোমিনপুর ইউনিয়নের ছোট যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ হন শ্যামল সরেন। রাতভর খোঁজাখুজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুবি দল এসে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। 

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের লিডার আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে শ্যামলের লাশ উদ্ধার করা হয়। লাশটি স্থানীয় মেম্বারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –