• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

১২৮ দিন পর কবর থেকে তোলা হলো আরিফের লাশ

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ‘সালানা জলসাকে’ কেন্দ্র করে এক সংঘর্ষে নিহত আরিফুর রহমান আরিফের (২৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ১২৮ দিন পর সোমবার দুপুরে তার লাশ উত্তোলন করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদের উপস্থিতিতে পঞ্চগড়ের কেন্দ্রীয় গোরস্থান থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। এ সময় সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিয়া, এসআই মো. কাইয়ুম আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। লাশ উত্তোলনের খবর পেয়ে ভিড় করেন স্থানীয়রা। স্থানীয়দের কাছ থকে খবর পেয়ে ছুটে আসেন আরিফের বাবা-মাও।  

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার ৯২ দিন পর গত ৪ জুন সদর থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে আরিফের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. এম. মাহাবুব ইসলাম।

মামলার বাদী সদর থানার এসআই ফরহাদ হোসেন বলেন, আরিফ নিহত হওয়ার ঘটনায় গত ৪ জুন হত্যা মামলা করেছিলাম। তার লাশের ময়নাতদন্ত করলে হত্যার কারণ জানা যাবে। 

পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা বলেন, পুলিশের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আরিফের লাশ উত্তোলন করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –