• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শাক-সবজির দাম কমতে শুরু করেছে বীরগঞ্জে

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কমতে শুরু করেছে খুচরা ও পাইকারি বাজারের শাক-সবজির দাম। গত কয়েকদিনের ব্যবধানে উপজেলার হাট-বাজার গুলোতে চলতি মৌসুমের কাঁচা শাক-সবজির দাম ছিল দ্বিগুণ। তা অর্ধেকে নেমে এসেছে।

বৃহস্পতিবার বীরগঞ্জ পৌর বাজার ও উপজেলার হাট-বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের ব্যবধানে কাঁচা শাক- সবজি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে দেশী আলু ২০ টাকা, কাঠিলাল আলু ১৮ টাকা,বেগুন ১৬ টাকা, টমেটো ৩০ টাকা,শিম ২০টাকা,ফুলকপি (প্রতি পিচ) ১২ টাকা,বাঁধাকপি (প্রতি পিচ) ১৫-২০ টাকা, লাল শাক ( প্রতি পিচ) ১০ টাকা, পালন শাক ১৫ টাকা,লাফা শাক ১৫ টাকা,লাউ শাক প্রতি আটি ১০ টাকা,দেশীয় বথুনা শাক ২০ টাকা,ধুনিয়া পাতা ৩০ টাকা দরে বিক্রি করচ্ছেন। কয়েক জন খুচরা শাক- সবজি ক্রেতাসাধারণের সঙ্গে কথা বলে তারা জানান, এলাকায় চলতি মৌসমে পর্যাপ্ত পরিমাণে শাক কাঁচা সবজি চাষাবাদ হওয়ায় কয়েকদিনের ব্যবধানে শাক-সবজির দাম কমে যাওয়ায় আমরা ক্রেতাসাধারণরা হাট- বাজার থেকে সবজি ক্রয় করতে পারছি। কিছুদিন আগে সবজির দাম ছিল হাতের নাগালের বাইরে।

দৈনিক বাজারের কাঁচা মাল ব্যবসায়ী রুবেল হোসেনসহ অনেকেই জানান,বাজারে প্রচুর পরিমাণে শাক- সবজির আমদানি হওয়ায় সবজির দাম আগের তুলনায় অনেক কমেছে। তবে কম দামে ক্রেয় করে কম দামেও বিক্রি করছি। অনদিকে নতুন করে আরেক দফা আড়ল চালের দাম। তেল, চিনি,ডালের দাম আগেই আড়তি। সংকটে সীমিত আয়ের ক্রেতাসাধারণ মানুষ। একসপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা,মসলা দেশি পেঁয়াজের কেজি ১০০-৯০ টাকার নিচে নামছে না। রসুনের কেজি ১৫০- ২০০ টাকা। এক মাসে মসুর ডালের দাম ১০-২০ টাকা বেড়েছে। ভোজ্যতেল নভেম্বর থেকে খোলা তেলের দাম লিটারে ১০-১৫ টাকা বেড়েছে। চিনি ডিসেম্বরে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। এতে করে মধ্যবিত্তের সংসার জালানোই দায় হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই নানা সংকটে পড়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –