• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গভ্যাক্সসহ তিন টিকার ট্রায়ালে নীতিগত সিদ্ধান্ত

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

করোনাভাইরাসের দেশি টিকা 'বঙ্গভ্যাক্স' এবং ভারত ও চীনের দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। তবে এ জন্য তিন কোম্পানিকেই কিছু শর্ত দেওয়া হয়েছে।

কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডা. রুহুল বলেন, বুধবার বিএমআরসির ইথিক্যাল বোর্ড তিন প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হিসেবে ফেজ ওয়ানের আগে বানর বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করতে হবে। তাদের ওপর টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সব কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে।

দেশে করোনা মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই ওষুধ প্রস্তুতকারক গ্লোব ফার্মার সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়। সে সময় ছয় থেকে সাত মাসের মধ্যে এই টিকা বাজারে আনা যাবে বলেও আশা প্রকাশ করেছিলেন তারা। খরগোশের ওপর এ টিকার পরীক্ষামূলক প্রয়োগে সফল হয়েছে বলে সে সময় জানায় কোম্পানিটি। পরে গত বছরের ৫ অক্টোবর গ্লোব বায়োটেক জানায়, ইঁদুরের ওপর প্রয়োগ করে টিকা কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –