• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রংপুরে প্রায় ৬ হাজার মসজিদে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার নামাজ 

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল ৮টায় শুরু হবে। জেলার প্রায় ছয় হাজার মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।

এদিন সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহ. মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে। রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহ. মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে ২য় জামাত হবে সকাল ৯টায় ।

এছাড়া নগরীর কামাল কাছনা বড় জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার ৫ হাজার ৯০টি মসজিদে পরিস্থিতি বিবেচনায় ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো মসজিদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

নামাজের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মসজিদের সামনে মাস্ক পরিধান সম্মিলিত সচেতনতামূলক পোস্টার প্রদর্শন, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ, এক কাতার অন্তর অন্তর কাতার তৈরি, মসজিদের সামনে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-পানির ব্যবস্থা রাখার জন্য স্থানীয় মসজিদ কমিটিকে অনুরোধ জানানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –