• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

লালমনিরহাটে ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ       

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

লালমনিরহাটে করোনাকালীন সময়ে ঈদুল-আজহা উপলক্ষে ২২০০ গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গবার জেলা প্রশাসনের সহযোগীতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার ত্রাণ তহবিল থেকে টাকা ও চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাটের ডিসি আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এ সময় সদরের ইউএনও উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর ইসলাম কুদ্দুস, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।

করোনায় ক্ষতিগ্রস্ত জেলার গরিব, অসহায়, ক্ষতিগ্রস্ত শ্রমিক, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল ও প্রত্যেকে ৩০০ টাকা করে বিতরণ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –