• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

তামাক বাদ দিয়ে জমিতে চা চাষ করুন: চা বোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২  

তামাক বাদ দিয়ে জমিতে চা চাষ করুন: চা বোর্ডের চেয়ারম্যান            
লালমনিরহাটে তামাক বাদ দিয়ে চা চাষের পরামর্শ দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

তিনি বলেন, লালমনিরহাটের জমি চা চাষের জন্য উপযোগী। তাই কৃষকদের চা চাষে উৎসাহিত করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে জেলায় বিশাল চায়ের প্রসার ঘটবে। চা পাতা তৈরির জন্য দ্রুত কারখানাও নির্মাণ হবে।

লালমনিরহাট পৌর শহরের হাঁড়িভাঙ্গায় আরডিআরএসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আশরাফুল ইসলাম আরও বলেন, শুধু আবহাওয়া এবং মাটি থাকলে হবে না চা চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রয়োজন। তাই এখানে স্থায়ী একটি ট্রেনিং সেন্টার নির্মাণ হচ্ছে। কৃষকরা প্রশিক্ষণ পেলে চায়ের মান বাড়বে।

ফসলি জমি বাদ দিয়ে শুধুমাত্র অনাবাদী ও পতিত জমিতে চা চাষ করার পরামর্শ দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান। চাষিদের চা বহন ও বিক্রিসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

কর্মশালা শেষে ৯৪ জন চা চাষিদের মধ্যে প্রণোদনা দেওয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –