• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
১৫৯ উপজেলাকে গৃহ-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা পূর্ণাঙ্গ কমিটি পেল গাইবান্ধা জেলা আ.লীগ ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ সরকার ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে মিলবে অনলাইনে: রেলমন্ত্রী

রৌমারীতে মাদক মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

 
কুড়িগ্রামের রৌমারীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের ওমর উদ্দিনের ছেলে হাসেম মিয়া ওরফে কানিকাটা (২৮) এবং পুরাতন যাদুরচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে কানু মিয়া (৩৪)।

রৌমারী থানার এসআই লিটম মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১৯ সালে রৌমারী থানায় হাসেম ওরফে কানিকাটার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরো জানান, মামলার বিচার শেষে আদালত আসামি হাসেম ওরফে কানিকাটাকে ১ বছর কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

অপরদিকে, ২০২০ সালে রৌমারী থানায় অপর আসামি কানু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার শেষে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তিনিও দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার হয়। এই দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –