• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

বেলজিয়ামে বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত করা হয়েছে বেলজিয়ামে। বাংলাদেশ ও বেলজিয়ামের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওই স্ট্যাম্প অবমুক্ত করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলজিয়ান পোস্টাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত অনুষ্ঠানে বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম প্রথম দিকের দেশ এবং ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়াম স্বীকৃতি দেয়। গত ৫০ বছর ধরে বেলজিয়াম বাংলাদেশকে যে সহায়তা দিয়ে আসছে সেজন্য দেশটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের ডিরেক্টর জাঁ করনে ডি’এলজিউস দূতাবাসের উদ্যোগের প্রশংসা করে বলেন, স্ট্যাম্প অবমুক্ত হওয়ার কারণে দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –