• সোমবার ০৩ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩১

  • || ২৫ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আ. লীগের সমাবেশ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

ঠাকুরগাঁওয়ে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে এ সমাবেশটি আয়োজন করেন তারা৷

জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক, কুমার রায়, সহ-সভাপতি মাহবুব হোসেন খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু,সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম সহ জেলা-উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, এমন কেউ মানুষ নাই যে না খেয়ে দিনাতিপাত করছেন। তবে পুরো পৃথিবীতে এখন জিনিসপত্রের দাম বাড়ছে। সে কারনে আমাদের দেশেও দাম বেড়েছে দ্রব্যমূল্যের৷ তবে এটাকে পুঁজি করে বিএনপি জামাত জোট দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা জানেননা তাদের চেয়ে শক্তিশালী আমরা৷ তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেশীক্ষণ টিকে থাকতে পারবেনা৷ জনসাধারণের শান্তির সরকার আওয়ামীলীগ সরকার। আগামীতেও এ সরকার জয়লাভ করে সাধারণ মানুষকে ভালো রাখবে৷

জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, রাজনীতি আর আন্দোলনের নাম করে সারাদেশে বিএনপি জামাত জোট সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে তারা জানেননা তাদের এ আন্দোলনের নামে জ্বালাও পোড়াও আর মানুষ খুন কেউ কখনো মেনে নেবেনা৷ উন্নের সরকার আর শান্তি মানুষকে রাখার সরকার হল আওয়ামীলীগ সরকার৷ আগামীতেও এ সরকারের অধীনে দেশ পরিচালনা হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –