– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার আয়োজনে আজ সোমবার (১০ জুলাই, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য বলেন, এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। পুরো ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহবান জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম. গোলাম ফিরোজ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ার, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার উপ-রেজিস্ট্রার মোঃ লোকমান হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –