• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনা নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে দেশ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।’  

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে এই মন্তব্য করেন মেনন। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এ দেশের মানুষ কোনো নিষেধাজ্ঞাকে ভয় পায় না। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে।’

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহীন হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহীন হোসেনসহ অনেকে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –