– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

আসামের ভালোবাসায় মুগ্ধ শ্রাবন্তী

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে আসামের শিলচরে গিয়েছেন তিনি। সেখানে মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত তিনি। রোববার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। 

ভিডিওতে দেখা যায় শ্রাবন্তী বেশ উত্তেজিত। বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরে তাকে। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানায়। সঙ্গে আসামের বিখ্যাত গামছা ও জাপি দেওয়া হয়। এত সব উপহার পেয়ে উচ্ছ্বসিত তিনি।

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমকে বললেন, আমি শিলচরে একটি অনুষ্ঠানের জন্য এসেছি। মানুষের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। তাই তো সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করেছি। 

তিনি বলেন, এখানে একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছে। ইলিশ মাছ, মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করছি। এখানকার মানুষের আন্তরিকতা দেখে মনটা আমার ভরে গিয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –