• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চুল পড়ছে করোনায়?

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

প্রতিদিন হাজার হাজার মানুষের করোনা হচ্ছে, সুস্থও হচ্ছে কয়েক হাজার। তবে এই করোনায় আক্রান্ত হওয়ার পর অনেকেরই প্রচুর চুল পড়ছে।

এই অবস্থায় মন খারাপ না করে, চুলে শুধু একটি ডিম দিন আর ফিরে পান হারানো সৌন্দর্য, সেই সঙ্গে চুল হবে ঘন, ঝলমলে ও প্রাণবন্ত।  কারণ, ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

চুল পড়া রোধ করে ডিম। ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা রুক্ষ চুলকে কোমল ও মসৃণ করে তোলে৷ এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে আরো সুন্দর, ঘন ও ঝলমলে।

ডিম প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। ডিমের সঙ্গে দই মিশিয়ে ব্যবহার করলে চমৎকার ফলাফল পাওয়া যায়।  

নতুন চুল পেতে দু’টি  ডিম নিয়ে নিন। এরপর তাতে এক টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ পেঁয়াজের রস নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –