• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আটোয়ারীতে ১৫টি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ 

প্রকাশিত: ২১ জুন ২০২১  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১৫টি গাঁজার গাছ সহ সফিকুল ইসলাম (৩৬) নামে এক গাঁজা চাষীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোদগাঁও এলাকার নিজ বাসা থেকে ওই গাঁজা চাষীকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। গাঁজা চাষী সফিকুল ইসলাম ওই এলাকার ফয়জুল হকের ছেলে। 

আটোয়ারী থানা পুলিশের সূত্রে জানা যায়, তোড়িয়া ইউনিয়নের বোদগাঁও এলাকায় সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি তার বাড়ির পশ্চিমে সবজি বাগানের ভেতরে সবজি চাষের আড়াঁলে গাঁজার গাছ চাষ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গাঁজা চাষীর বাড়িতে অভিযান চালায়। পরে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইজার উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী সফিকুল ইসলামকে তোড়িয়া ইউনিয়নের বোদগাঁও এলাকার নিজ বাসা থেকে ১৫টি গাঁজা গাছ সহ আটক করা হয়েছে। গাঁজা গাছ গুলোর উচ্চতা ৬ থেকে ৭ ফিট পর্যন্ত। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –