• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দেবীগঞ্জে ‘বিষমুক্ত’ সবজি চাষে আগ্রহ বাড়ছে 

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

দেবীগঞ্জে ‘বিষমুক্ত’ সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষীদের মাঝে। দেবীগঞ্জে বিষমুক্ত সবজি চাষ করছেন কৃষক মোবারক আলী। ইতিমধ্যে করলা ও কিসকিন্দার (কায়তা) আশানুরূপ ফলন হয়েছে।

চলতি বছরে আদা, হলুদ, করলা, কিসকিন্দা, শশা, টম্যাটো, লাউ, মরিচ, বেগুন, শিমসহ নানা ধরনের সবজি উত্পাদন করেছেন।

তিনি জানান, করলা ও কিসকিন্দা (কায়তা) মিষ্টি কুমড়া, এবং শসা, প্রচুর পরিমাণ পাইকারি হারে বিক্রি করছে ব্যবসায়ীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাফিয়ার রহমান জানান, মোবারক আলী কৃষি অফিসের পরামর্শ নিয়ে তিনি বিষমুক্ত আদা, হলুদ, করলা, কিসকিন্দা, শসা, টম্যাটো লাউ, মরিচ, বেগুন, শিমসহ নানা ধরনের সবজি আবাদ করছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –