• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা পরিস্থিতিতে তেঁতুলিয়ায় উন্মুক্ত স্থানে বসেছে পশুর হাট     

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

তেঁতুলিয়ায় করোনা পরিস্থিতিতে ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উন্মুক্ত স্থানে কোরবানির পশুর হাট স্থাপন করা হয়েছে। উপজেলার সর্ববৃহত্ পশু কেনাবেচার হাট শালবাহান বাজার। প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার বসে সাপ্তাহিক হাট।

জনসমাগম রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হাটের পার্শ্ববর্তী হাই স্কুল ও মাদ্রাসা মাঠের খোলা জায়গায় পশুর হাট বসানো হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে পশু বেচাকেনা।

হাটে কোরবানির পশু কিনতে আসা তেঁতুলিয়া ইউনিয়নের আব্দুর সালাম, রনচন্ডী এলাকার আলমগীর হোসেনসহ কয়েক জন জানান, করোনা পরিস্থিতিতে পশু কেনার ব্যাপারে খুব চিন্তায় ছিলাম। উপজেলা প্রশাসনের ঘোষণায় হাট হবে শুনে কিছুটা স্বস্তি মিলেছে।

হাট ইজারাদার রফিকুল ইসলাম ও আব্দুর রশিদ জানান, করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে হাট বন্ধ থাকায় অনেক লোকসান গুনতে হচ্ছে। গুনতে হয়েছে জরিমানাও। ঈদ সামনে রেখে পশুর হাট খোলা মাঠে স্থাপন করায় কিছুটা ক্ষতি হলেও পুষিয়ে নিতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে করোনা ভাইরাসের মধ্যেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সার্বিক দিক বিবেচনায় রেখে উন্মুক্ত স্থানে পশুর হাট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই হাটে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –