• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আটোয়ারীতে লকডাউন বাস্তবায়নে পুলিশের শোভাযাত্রা 

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে  প্রথম দিন পঞ্চগড় জেলা পুলিশের নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশের উদ্দ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ও সাব ইনসপেক্টর দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে থানা হতে মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আটোয়ারীর বেশ কিছু হাটবাজারে সচেতনতা মূলক প্রচারনা শেষে থানায় এসে শেষ হয়।

বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে আটোয়ারী থানা পুলিশ তাদের নিয়মিত কাজ-কর্মের বাইরেও মাঝে মধ্যে এমন শোভাযাত্রার আয়োজন করে থাকে। সম্প্রতি উপজেলায় করোনা সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে বিধি নিষেধ পালনে উৎসাহিত করতেই মূলত: শোভাযাত্রার আয়োজন করে পুলিশ এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন।

উল্লেখ্য যে,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবিরের সাথে কথা বললে তিনি জানান,  এই পর্যন্ত উপজেলায়  ৫৫ জন এন্টিজেন শনাক্ত সহ মোট শনাক্তের সংখ্যাটি দাড়িয়েছে ২৮৪ জনে।  চিকিৎসাধীন ১০৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯ এবং এই পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ০৭ জন।  

তিনি আরও জানান,  অত্র উপজেলায় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এবং বিস্তার রোধ কল্পে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং স্বাস্থ্য কমপ্লেক্স একযোগে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –