– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

দেবীগঞ্জে মাদরাসার ডাল-আলু খেয়ে ১৪ ছাত্রসহ অধ্যক্ষ অসুস্থ 

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি কওমি মাদরাসার খাবার খেয়ে ১৪ জন ছাত্রসহ অধ্যক্ষ ও বাবুর্চি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঐ দেবীগঞ্জ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মজাহেরুল ইসলাম কওমি মাদরাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থরা সবাই দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে, তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ঐ মাদরাসার অধ্যক্ষ, বাবুর্চিসহ ছাত্রদের পেট ব্যথা ও বমি শুরু হয়।

মাদরাসার অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও মাদরাসার বাবুর্চি জামিলা বেগম রান্না করেন। আড়াইটার দিকে আমরা মসুর ডাল ও আলু একসঙ্গে রান্না করা ডাল দিয়ে ভাত খাই। দুই আড়াই ঘণ্টা পর প্রায় সবার পেটে শুরু হয়, মাথাও ঘোরাচ্ছিল। এরপর কয়েকবার বমি হয়। সন্ধ্যার আগে হাসপাতালে নেয়া হয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিনুর রহমান বলেন, ঐ মাদরাসার শিক্ষক ছাত্রসহ ১৬ জন বমি, পেট ব্যথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত বমির কারণে অনেকে দুর্বল হয়ে পড়েন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকাল থেকে তাদের অবস্থা উন্নতির দিকে। ফুড পয়জনিং-এর কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –