– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

পঞ্চগড়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত    

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২  

পঞ্চগড়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত                       
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে সফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া এলাকার আমির উদ্দীনের ছেলে।

জানা যায়, সকালে সফিকুল ইসলাম বাসা থেকে বের হয়ে অটোরিকশায় কৃষি পণ্য আনতে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় সফিকুল ইসলাম আহত হন। সফিকুল ইসলামকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল ও অপমৃত্যুর মামলা রংপুরেই হবে। তবে তারা আমাদের কাছে একটি বেতার বার্তা পাঠাবে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –