• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

পঞ্চগড়ের বোদা উপজেলায় নসিমনের স্টিয়ারিং লক হয়ে নসিমন উল্টে ওলিয়ার রহমান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চালকসহ নসিমনে থাকা ৪-৫ জন গরু ব্যবসায়ী।

শনিবার দুপুরে উপজেলার বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলিয়ার রহমানের বাড়ি উপজেলার পাঁচপীর ইউপির বগুড়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার কসিম উদ্দীনের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে গরু ব্যবসায়ী ওলিয়ার রহমান নসিমনে করে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে বোদা উপজেলার নগরকুমারী গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তারা বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় এলে নসিমনের স্টিয়ারিং লক হয়ে গরুসহ নসিমন গাড়িটি উল্টে যায়। এ সময় নসিমনের চালকসহ ৪-৫ জন গরু ব্যবসায়ী আহত হলেও নসিমন থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ব্যবসায়ী ওলিয়ার। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করীম রাজু বলেন, গরু ব্যবসায়ী ওলিয়ার রহমানের মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –