• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেবীগঞ্জে করতোয়া নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩  

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে আব্দুস সামাদ (৬৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সামাদ বোডিং পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, আব্দুস সামাদ পেশায় একজন নার্সারির চারা বিক্রেতা। আজ ভোরে তিনি নদীতে গিয়েছিলেন। চরে কাজ করতে যাওয়া কৃষকেরা আব্দুস সামাদকে নদীতে হাঁটু পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

পরিবার এবং এলাকাবাসী জানান, সামাদ দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –