• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

কয়েক দিন ধরে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে পঞ্চগড়ের তাপমাত্রা। ফলে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ।

তিনি বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

এদিকে, কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল দেখা মিলছে সূর্যের। এতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছে এ জেলার মানুষ। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –