• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইকরা মডেল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইকরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু, পৌর কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া, মো. লেবু ইসলাম প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। এছাড়া দিনের বেলা হোটেল, খাবারের দোকানে উন্মুক্তভাবে খাবার বিক্রি না করা, খাদ্য দ্রব্যের মূল্য নাগালের মধ্যে রাখা এবং সকল ধরনের অশ্লীল ও বেহায়াপনা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

বর্ণাঢ্য এই র‌্যালিতে ইকরা মডেল মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –