• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

`নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে`

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

`নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে'                   
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। আরও সংগঠিত করতে হবে। এসময় তিনি নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার ও সব সময় জনগণের পাশে থাকার আহ্বান জানান।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন করে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নতুন নেতৃত্ব দরকার। ভবিষ্যতে নতুন নেতৃত্ব আনবেন সেটাই আশা করি।
কাউন্সিল অধিবেশনে কণ্ঠ ভোটে শেখ হাসিনাকে সভাপতি করার পাশাপাশি ওবায়দুল কাদেরকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটি গঠনের আগে গত কমিটি বিলুপ্ত করা হয়। আগের কমিটি বিলুপ্ত করার আগেও বিদায়ী বক্তব্য দেন শেখ হাসিনা। সে বক্তব্যে তিনি নতুন নেতা নির্বাচন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

এসময় উপস্থিত কাউন্সিলররা হাত নেড়ে শেখ হাসিনাকেই পুনরায় দায়িত্বে চান বলে স্লোগান দেন। আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শেখ হাসিনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –