• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শ্রীলংকার সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনা ইস্যুতে শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। তখন থেকেই চিঠি চালাচালি করছিলো দুই বোর্ড। এবার জানা গেছে, আগামী মে মাসেই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে লংকানরা। 

শ্রীলংকা সফর না হওয়ায় সেই সময় ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফলভাবে আয়োজিত হয় প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-২০ কাপ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে টাইগাররা। 

এর মধ্যেই শ্রীলংকান ক্রিকেট বোর্ড থেকে সংবাদ এসেছে, তারা টাইগারদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে এই বছরের মে মাসে আসবে। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এ বিষয়ে আকরাম বলেন, সবকিছু ঠিক থাকলে আসছে মে মাসে আমাদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে শ্রীলংকা। তবে টেস্ট সিরিজ কবে নাগাদ হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।

এর আগে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফায়ারের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে। তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবে তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –