• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

অঘোষিত ফাইনালের আগে বড় ধাক্কা খেলো শ্রীলংকা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪  

অঘোষিত ‘ফাইনালে’ সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। তবে সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে সফরকারীরা। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা। 

রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

তাদের বিবৃতিতে বলা হয়েছে, চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের সপ্তম ওভার করার সময় চোট পান মাদুশঙ্কা। এমআরআই স্ক্যানের পর জানা যায় বাঁ পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। তাই তৃতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের।

আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন মাদুশঙ্কা। যদিও ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা আছে তার। তবে চোটের কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

প্রসঙ্গত, ২৩ ওয়ানডের ক্যারিয়ারে ২৪.৮৭ গড়ে মাদুশঙ্কার শিকার ৪১ উইকেট। তিনি একবার করে ৪ ও ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলা ৩ ওয়ানডেতে ৭ উইকেট দখল করেছেন তিনি।

এদিকে আগামীকাল চট্টগ্রামের সাগরিকায় হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে লঙ্কানরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –