• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘এরা কেউ বাচ্চা ছেলে না’

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

ঘরের মাঠ সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে চরম ভরাডুবির সাক্ষী হয়েছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে বাজে ব্যাটিংয়ে রেকর্ড ব্যবধানে হেরেছে টিম টাইগার্স। এরপর থেকেই সমালোচিত হচ্ছে স্বাগতিকদের পারফরম্যান্স। এবার শান্ত-লিটনদের নিয়ে মুখ খুলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন নাজমুল হাসান পাপন। এ সময়ে সিলেটে দলের হার নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি। দলের হতাশাজনক পারফরম্যান্স ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না।’

সিলেট টেস্ট ভরাডুবি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সমস্যাটা হারা নিয়ে না। সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে। তাদের এই মানসিকতা, মনোভাব, শট সিলেকশন, এটা জঘন্য, বিশ্রী ছিল। মনে হয়েছে হয় তারা খেলতে চায় না এই ফরম্যাটটা, অথবা অন্য কোনো সমস্যা। এটা নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। হারা-জেতা নিয়ে একেবারে চিন্তিত নই। কিন্তু এই ধরণের শট সিলেকশন, এই ধরণের মানসিকতা এটা টেস্টে যায় না।’

ক্ষোভ প্রকাশ করে পাপন বলেন, ‘এরা কেউ বাচ্চা ছেলে না যে, হঠাৎ করে আজকে ওদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা বলে দিতে হবে। তারা প্রত্যেকে জানে। এই কারণে আমাদের মনটা খারাপ হয়েছে এবং সেটা নিয়েই কথা বলব। সেজন্য আজকে সবার সঙ্গে বসার জন্য এখানে আসছি।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –