• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

জলঢাকায় নকল করার দায়ে ১৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারী জলঢাকায় স্নাতক পাস ( ডিগ্রি) তৃতীয় বর্ষের পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বিকেল ৩টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার অপরাধে ১৪ জন এবং পরীক্ষার হলরুম থেকে বাহিরে বেড়িয়ে ফোনালাপের জন্য একজনকে সাসপেন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

এসময় মানবিক দিক বিবেচনায় মুচলেকা দিয়ে বহিষ্কার হওয়া ১৫ শিক্ষার্থীকে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে নিশ্চিত করেছেন পরিক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান সমন্বয়ক ধরঞ্জন চন্দ্র রায়।

তিনি আরও জানান, এ কেন্দ্রে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪০৬ জন। এরমধ্যে অনুপস্থিত রয়েছে ১৩ জন শিক্ষার্থী এবং ১৫ জন শিক্ষার্থী নকল করার অপরাধে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, অনৈতিক পন্থা অবলম্বন করে বেশ কিছু পরিক্ষার্থী পরিক্ষা দেওয়ায় তাদের পরিক্ষা বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড না পরার অঙ্গিকার করায় মানবিক দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে বাকি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –