• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন       
দিনাজপুরের চিরিরবন্দরে মুরগির খামারের পাশে আলমগীর হোসেন নামে ৩৩ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর কাদের শাহ্ পাড়ার আব্দুর জব্বার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নূর আলম জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আলমগীর। পরিবারের সদস্যরাও নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকায় একটি মুরগির খামারের পাশে আলমগীরের লাশ পান স্থানীয় লোকজন।

তিনি আরো জানান, নিহতের দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –