• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে উপবৃত্তি বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

রংপুরে উপবৃত্তি বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত                    
সারাদেশে দারিদ্র্যের কারণে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে রংপুরে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উদ্যোগে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক উপসচিব কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তির কর্মসূচির স্কিম পরিচালক মোঃ আসাদুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক আব্দুল মতিন লস্কর।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –