– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

রাতে দুই সতীনের ঝগড়া, সকালে ঘ‌রের বা‌ইরে মিলল একজনের লাশ

প্রকাশিত: ১ জুন ২০২৩  

কু‌ড়িগ্রামের উলিপু‌র উপজেলায় নিজ বাড়ি থেকে রে‌জিয়া বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার উপ‌জেলার দূর্গাপুর ইউনিয়‌নের মাসানকুড়া গ্রা‌মেথে‌কে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেজিয়া উপ‌জেলার দূর্গাপুর ইউনিয়‌নের মাসানকুড়া গ্রা‌মের নুর জামা‌লের স্ত্রী। 

এলাকাবাসী জানান, নুর জামাল মিয়ার আগে স্ত্রী থাকা সত্ত্বেও কিছুদিন আগে রে‌জিয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দুই স্ত্রী নিয়ে একই বা‌ড়ি‌তে বসবাস ক‌রেন। নুর জামাল মিয়ার দুই স্ত্রীর মধ্যে কলহ লে‌গেই থাকত। মঙ্গলবার রা‌তেও তা‌দের ম‌ধ্যে ঝগড়া হয়। সকা‌লে রে‌জিয়া বেগ‌মের লাশ ঘ‌রের বা‌ইরে প‌ড়ে থাক‌তে দে‌খেন স্বজনরা।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান ব‌লেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের প্রতি‌বেদন পেলে মৃত‌্যুর আসল কারণ জানা যাবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –