• রোববার ১০ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

পঞ্চগড়ে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

গত কয়েকদিন পঞ্চগড়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেলেও ফের কমেছে ডেঙ্গুর প্রকোপ। সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে একজন। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৩ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ জন। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ফারহান হোসেন বলেন, আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। একইসঙ্গে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –