• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

পাঁচ বছর নিষিদ্ধ থাকা সেই ক্রিকেটারই আফগানিস্তানের মেন্টর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অজয় জাদেজাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতকে ১৩ ম্যাচে নেতৃত্ব দেয়া জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে আফগানরা। 

ভারতীয় সাবেক এই পোস্টার বয় ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। জানা গেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) গুয়াহাটিতে আফগানিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এক সময় ভারতীয় পোস্টার বয় উপাধি পেলেও ফিক্সিংয়ের কারণে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি জাদেজা। পরবর্তীতে ধারাভাষ্যে ক্যারিয়ার গড়েন তিনি। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপেও ধারাভাষ্য দিয়েছেন সাবেক এ ক্রিকেটার।

সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ভারতের সাবেক অধিনায়ক এবং মিডল অর্ডার ব্যাটার অজয় জাদেজাকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।’

আগামী ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তবে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হবে এর দুই দিন পর। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –