• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দেবীগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

 
দেবীগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। আরডিআরএস লক্ষীর হাট শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী যাদব চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীডুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, আরডিআরএস-এর এলাকা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সাংবাদিক হরিশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও সমৃদ্ধি কর্মসূচীর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তাপ্রাপ্ত ৪৫ জন প্রবীণ নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন তালিকাভুক্ত ৪৫ জন প্রবীণ নারী ও পুরুষকে ৫০০ টাকা করে সেপ্টেম্বর মাসের বয়ষ্ক ভাতার অর্থ দেয়া হয়।

উল্লেখ্য, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং সমৃদ্ধি কর্মসূচী বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। এ কর্মসূচীর প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে উপজেলার দেবীডুবা ইউনিয়নে প্রবীণ মানুষদের প্রয়োজনীয় নানাবিধ সহায়তা যেমন চিকিৎসা, হুইল চেয়ার, ছাতা, লাঠি, বয়ষ্ক ভাতা প্রভৃতি সহায়তা দিয়ে যাচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –