• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেল আরও ২৬ হাজার ২২৯টি পরিবার

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেল আরও ২৬ হাজার ২২৯টি পরিবার       
আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হয়ে এই ঘরগুলো হস্তান্তর করেন তিনি। পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হন ৫টি প্রকল্প এলাকার সঙ্গে। প্রকল্পগুলো হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী, পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এবং মাগুরার মহম্মদপুর উপজেলার জঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প।

প্রকল্প সূত্রে জানা গেছে,  ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দকৃত ঘরের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১২৯টি। ওই অর্থবছর পর্যন্ত একক ঘরের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –