• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

নির্বাচন এলেই একটি মহল অরাজকতা সৃষ্টি করে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নির্বাচন এলেই একটি মহল নির্বাচনকে বানচাল করতে নানা অরাজকতা সৃষ্টি করে। নড়াইলের ঘটনা এরই বহিঃপ্রকাশ। ঘটনা ছোট নাকি বড় সেটি মুখ্য নয়। ঘটনাটি ঘটলো কেন এটিই সরকারের মূল প্রশ্ন। আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেন তিনি এসব কথা বলেন।

এর আগে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে একটি চুক্তি সই হয়। 

প্রতিমন্ত্রী বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেছি। ডিসি ও ইউএনও মাঠে কাজ করছেন। অনেককে গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে এটা কারা ছড়িয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে।

তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় জনগণের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী এক বছর প্রচারধর্মী এ কর্মসূচি বাস্তবায়ন হবে। মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি মিডিয়া প্রতিষ্ঠান, একটি আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে ২৫ কোটি টাকা ব্যয় হবে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –